(দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা)
অনুদানের টাকা সঠিক ভাবে কাজে লাগানোর জন্য কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি বলেন, সরকারের দেয়া বিভিন্ন প্রকল্পের অনুদান সচ্ছতা ও সঠিক ব্যবহার করতে হবে, এ অর্থ ব্যবহারে যাতে কোন প্রকার বদনাম না হয় এ বিষয়ে সকলকে লক্ষ্য রাখার জন্য বলেন, কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৯টি মসজিদে অনুদান প্রদান অনুষ্ঠানে এমপি বাহার একথা বলেন।
কুমিল্লা সদর উপজেলা সড়ক উন্নয়ন এবং সিটি কর্পোরেশনের মসজিদে অনুদান দেওয়া হয়। জেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরে জেলা পরিষদের এডিপি তহবিল এই অনুদান প্রদান করা হয়। রবিবার মসজিদ কতৃপক্ষের কাছে অনুদানের চেক তুলে দেন
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, এ সময় এমপি বাহার আরো বলেন, অচিরেই কুমিল্লা বিভাগ ঘোষনা হবে এবং কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ ঘোষনা হবে, এনিয়ে কোন ষড়যন্ত্র হলে কুমিল্লাবাসী তা মোকবিলা করবে। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান, মহানগর যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান এবং কুমিল্লা জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
Leave a Reply