অনলাইন ডেস্ক:
কুমিল্লার মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার সকাল নয়টার দিকে মেঘনা উপজেলার মানিকারচর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তি হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত জীবন সরকারের ছেলে রঙ্গলাল (৩২) এবং আহত ব্যক্তি একই এলাকার প্রবিন্দের ছেলে পবিত্র (২৩)। তারা সম্পর্কে ভায়রা ভাই বলে জানিয়েছে পুলিশ।
এসআই আল মামুন জানান, তারা মঙ্গলবার কুঁচে মাছ শিকার করতে এ এলাকায় আসেন। বুধবার সকালে মানিকারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পুকুরে তারা কুঁচে মাছ শিকার করতে থাকেন।
এ সময় বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে রঙ্গলালের বুক ঝলসে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রঙ্গলালের ভায়রা ভাই পবিত্র গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। তাদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। ।
Leave a Reply