( জাগো কুমিল্লা. কম)
আগামী ২৫ ফেব্রুয়ারি সোমবার কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা মহানগর এর ত্রি-বার্ষিক সম্মেলন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর কুমিল্লা টাউন হলে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভার মধ্য দিয়ে আহবায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক কমিটি দায়িত্ব পাবার পর ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত কুমিল্লা মহানগরের ২৭ টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মধ্যদিয়ে কমিটি করা হয়। কেন্দ্রীয় নির্দেশনায় কাউন্সিলের মাধ্যমে সোমবার সকাল ১০টায় কুমিল্লা টাউনহল মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাওসার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল হাই বাবলু। সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম রিন্টু। সম্মেলনকে ঘিরে বর্ণাঢ্য আয়োজন করছে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
কুমিল্লা টাউন হলে নির্মান করা হচ্ছে বিশাল প্যান্ডেল, সাজানো হচ্ছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন সম্মেলনের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাওসার। দলীয় পতাকা উত্তোলন করবেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম রিন্টু। এ ছাড়াও সম্মেলনে কুমিল্লা মহানগরীর ২৭ টি ওয়ার্ডের সভাপতি সেচ্ছাসেবক লীগের পতাকা উত্তোলন করবেন। কাউন্সিলর কার্ড নিয়ে দুই হাজারের মতো কাউন্সিলর সম্মেলনে উপস্থিত হবেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের আমন্ত্রণ জানানো হবে।
সম্মেলনের বিষয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম রিন্টু জানিয়েছেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর দিকনির্দেশনায় আমরা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করছি। যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান পিয়াস জানান, ২৫ ফেব্রুয়ারি একটি সুন্দর সম্মেলন কুমিল্লাবাসী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উপহার দিতে পারবো।
Leave a Reply