অনলাইন ডেস্ক:
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কৃতি সন্তান সাংবাদিক আক্কাস আল মহমুদ হৃদয় এর একক কাব্যগ্রন্থ ‘পরাণে রাখিও’ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান মোড়ক উন্মোচন মে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পরাণে রাখিও বইয়ের কবিতাগুলো পাঠকের বিবেককে জাগ্রত করবে।
তিনি আরও বলেন, এই বইটির কবিতাগুলো তরুণ প্রজন্ম ও সকলের মনে জায়গা করে নিবে বলে আমি আশাবাদী। কবিতার মধ্যে দিয়ে সমাজের বাস্তব চিত্র ও মানবতার কথা ফুটে উঠুক তরুণ লেখকদের। সাহিত্যের জন্য মনোজগৎ এবং সকলকে সাহিত্যের প্রতি শ্রদ্ধা রেখে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার আহবান জানান। এই বইয়ের প্রতি শুভ কামনা। এই বইয়ের প্রচ্ছদ যিনি করেছেন প্রশংসার দাবিদার।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উক্ত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক নেতা ও কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব প্রত্যাশী অধ্যাক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক।
বাংলাদেশ কবি সভার প্রতিষ্ঠাতা সভাপতি ও বাবুই প্রকাশনীর প্রকাশক কথা সাহিত্যিক মোরশেদ আলম হৃদয় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা কচি খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর স্টাফ আবদুল্লাহ আল মামুন মিন্টু, কবি ইব্রাহীম খলিল, কবি কিরণ আহমেদ, ইঞ্জিঃ আবু বকর সোহেল, উত্তরা ব্যাংকের কর্মকর্তা মোঃ হানিফ, জে কে কন্সট্রাকসন এর হিসাবরক্ষক ওমর ফারুকসহ সাহিত্য প্রেমিগণ।
উক্ত বইটি বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন কবি রানা হাসান। উৎসর্গ বাবা-মা, মামা ডাক্তার আবু সাইম আনসারী।
উল্লেখ্য, পরাণে রাখিও বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার বাবুই প্রকাশনী ৪৬২ নং স্টলে।
Leave a Reply