1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর! শুভ্রর সাত বছরের দুঃস্বপ্ন: ‘স্যার গ্রুপ’-এর হুমকি, হামলা ও হয়রানির শিকার এক ঠিকাদার সয়াবিন তেল লিটারে ১৪ টাকা বাড়ল কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন  ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২, আহত ৮২৬ কুমিল্লায় কেএফসি ভাংচুর; অভিযানে আটক ৩ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মওদুদ শুভ্র, প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ ঈদ যাত্রায় কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা;  নিয়ন্ত্রণ হারিয়ে তিশা বাসের ৩ যাত্রী নিহত কুমিল্লায়  সেনাবাহিনীর অভিযানে পাঁচ ডাম  মদ উদ্ধার, আটক ৪ চাঁদ দেখা গেছে, সৌদি আরবে কাল ঈদ; বাংলাদেশে কবে?

কুমিল্লার মেয়ের রাজত্ব, আলোচনা বিশ্বজুড়ে !

  • প্রকাশ কালঃ শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১০৪৮

অনলাইন ডেস্ক:
বাবা আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ ক্রিকেটের বড় নাম। বিসিবির সাবেক এ সভাপতি নব্বই’র দশক তেকে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করছেন। শুধু দেশের ক্রিকেটেই নয়, বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতিরও দায়িত্ব পালন করেছেন।

ক্রিকেটপ্রেমী বাবার হাত ধরে যে মেয়ে একদিন স্টেডিয়ামে খেলা দেখতে আসতো সেই আজ ইতিহাস গড়ল দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলে।তাও দ্বিতীয় বারের মতো। বলা হচ্ছে লোটাস কামাল গ্রুপের পরিচালক এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের চেয়ারম্যান নাফিসা কামালের কথা।শুরু থেকেই বিপিএলের সঙ্গে আছেন নাফিসা কামাল। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে সিলেটের ফ্রাঞ্চাইজি নিয়েছিলেন। সেবার অবশ্য সাফল্য মেলেনি।

পরে তৃতীয় আসর থেকে দল বদলে নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা। সেবার অধিনায়ক মাশরাফির হাত ধরে প্রথম শিরোপার স্বাদ পায় কুমিল্লা। ২০১৬ সালের আসরে মেলেনি আশানুরূপ ফলাফল। মাশরাফিও চলে যান রংপুর রাইডার্সে।সর্বশেষ ২০১৭ সালে বিপিএল পরিচালনা কমিটির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয় কুমিল্লা। প্লে-অফ রাউন্ডে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে রানরেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠার কথা ছিলো কুমিল্লার।কিন্তু হুট করেই বাইলজ পরিবর্তন করে পুনরায় ম্যাচ খেলা হয় পরদিন। ওই ম্যাচে হেরে যায় ভিক্টোরিয়ান্সরা। ওই ধাক্কার পর আর ফাইনালে ওঠা হয়নি তাদের। এমন বিতর্কিত সিদ্ধান্তে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর ক্ষোভ ধরে রাখতে পারেননি নাফিসা কামাল।

প্রকাশ্যেই জানিয়েছিলেন হতাশার কথা। এবার তামিম ইকবালের হাত ধরে দ্বিতীয় বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলে সেই হতাশার ভুললেন।ফাইনাল ম্যাচের পুরোটা মাঠে বসেই দেখেছেন নাফিসা। ম্যাচ শেষে যোগ দেন দলের উদযাপনেও। এর ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নিজের অনুভূতি।

শিরোপা হাতে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ! চারবারের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন। আল্লাহ সবকিছু দেখেন এবং সবকিছুর উত্তরটা তিনি সঠিক সময়ে সর্বোৎকৃষ্ট উপায়েই দেন। সত্যের জয় হয়। আলহামদুলিল্লাহ। আমার দল করে দেখিয়েছে। আমার জন্য শিরোপা এনে দিয়েছে আমার দল। আমি আমার ভিক্টোরিয়ানদের ভালোবাসি।’দেশের অন্যতম সফল নারী ক্রিকেট সংগঠক নাফিসার সদা হাস্যোজ্জ্বল চেহারা ক্রিকেটপ্রেমীদের কাছে অতিপরিচিত। তিনিই বিপিএলের কোন দলের একমাত্র নারী চেয়ারম্যান যার হাতে দুই বার শিরোপা উঠলো।

শিরোপা জয়ের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফেসবুক পেজের পোস্টটি তাই যথার্থই বলতে হবে। যেখানে ট্রফি হাতে চেয়ারপার্সনের দু’টি ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘অভিনন্দন নাফিসা কামাল, চার বারের মধ্যে দুই বার শিরোপা জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন।’তবে ছবির ওপরের লেখাটিই বিশেষভাবে নজর কাড়ে। যেখানে বলা হয়েছে, ‘পুরুষের জগতে নারীর শক্তি’।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews