অনলাইন ডেস্ক:
ফাইনালের মহারনের আগে চলছে হিসেবনিকেশ- কোন দলের শক্তির জায়গা কোথায়। অনেকটা মসৃণ পথ পেরিয়ে ফাইনালে পৌঁছা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দাবি, অলরাউন্ডার ভরপুর স্কোয়াডই তাদের শক্তির জায়গা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ইমরুল কায়েস জানান, তিন অলরাউন্ডার একাদশে থাকার সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচেও ঢাকা ডায়নামাইটসকে হারাতে চান তারা।
তিনি বলেন, ‘অলরাউন্ডার যখন দলে বেশি থাকবে তখন স্ট্রেন্থও অনেক বেশি থাকবে। কারণ আপনি অলরাউন্ডারদেরকে বেশি ব্যবহার করতে পারবেন। অপশনটি অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, সাইফউদ্দিন, আফ্রিদি, পেরেরা তিন জন অলরাউন্ডার আছে কুমিল্লাতে।’
ফর্মে থাকা বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের উপর নিজের আস্থা প্রকাশ করে ইমরুল বলেন, ‘আপনারা জানেন যে সাইফউদ্দিন শুরু থেকেই ভালো পারফর্ম করছে। আমার কাছে মনে হয় অলরাউন্ডারদের পারফরম্যান্সটি অনেক গুরুত্বপূর্ণ।’
কুমিল্লার আগের শিরোপা জেতার দলে ইমরুলও ছিলেন। তবে এবার জিতলে অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা অর্জন হবে তার। আর জয়ের ক্ষেত্রে নিজের সেরাটা ঢেলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার।
তিনি বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ই চায় যে বিপিএলের ফাইনালে খেলতে এবং চ্যাম্পিয়ন হতে। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটি আমি একবার পেয়েছি। কারণ কুমিল্লায় আমি খেলেছি এর আগে এবং তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আর হ্যাঁ প্রত্যেক ক্রিকেটারই বেশ এক্সাইটেড যে সেখানে ভালো ক্রিকেট খেলবে, সবাই নিজের থেকে চাচ্ছে যেন নিজের ব্যক্তিগত পারফরম্যান্স সেরাটা দেয়ার জন্য।’
ছোটখাটো চোট পুরোপুরি সেরে না উঠলেও খেলার ফিটনেস রয়েছে ইমরুলের, জানিয়েছেন তিনি নিজেই, ‘এই ম্যাচের আগে আমি নিজেও একটু আনফিট ছিলাম। তবে আমি দ্রুত রিকোভার করেছি এবং আশা করি আমরা আজকের ম্যাচে সবাই বেশ সতেজ থাকবো এবং সেভাবেই মাঠে নামব।’
Leave a Reply