অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে পা রাখল কুমিল্লা। লুইস-বিজয়দের দুর্দান্ত ব্যাটিংয়ে আট উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন ভিক্টোরিয়ান্সরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া কুমিল্লা ভিক্টোয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল বলেন, আমার স্বপ্নের মতো লাগছে। ইনশাল্লাহ ! ফাইনালের জন্য সবাই দোয়া করবেন। ফাইনলে কুমিল্লার সবাইকে স্টেডিয়ামে আসার আহবান জানান তিনি।
সোমবার মিরপুরে টসে জিতে আগে ব্যাট করে ১৬৫ রান করে রংপুর রাইডার্স। শুরুতে গেইল-রুশো এবং শেষদিকে বিনি হাওয়েলের দুর্দান্ত ব্যাটিকে লড়াকু সংগ্রহ করেন বর্তমান চ্যাম্পিয়নরা।
টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন কুমিল্লার দুই ওপেনার তামিম-লুইস। তামিম আউট হয়ে গেলেও লুইস অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ৭১ রান। বিজয় রান করে আউট হন। শামসুর রহমান ১৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।
আগামী ৮ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ভিডিও ক্লিক করুন:
Leave a Reply