( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা র্যাবের অভিযানে শ্যালক মোঃ কাউছার (২০) হত্যা মামলায় পলাতক আসামী মোঃ আমীন (৩০)কে গ্রেফতার করা হয়েছে। সে সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
শুক্রবার সাড়ে ১০ টায় সদর দক্ষিণ হাজতখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত প্রধান আসামী জাহিদ হাসান বাপ্পীর দেওয়া তথ্য মতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব ১১ সিপিসি ২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন,র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতারে র্যাবের ভূমিকা অনস্বীকার্য। উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত বছরের পয়েলা জুলাই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় উল্লাস বাস কাউন্টারে অবৈধভাবে উপার্জিত টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়া আক্রোশ এবং ১টি চোরাই মোবাইলের ভাগের টাকা না দেওয়ার আক্রোশে মোঃ কাউছার (২০) কে আল শাকিল হোটেলে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়ে অর্ধ মাতাল অবস্থায় ভোর বেলায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে নিয়ে রড দিয়ে হাতে ও মাথায় আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখমসহ মুমূর্ষ অবস্থায় রেললাইনের পার্শ্বে ফেলিয়া যায়। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত্যু ঘোষণা করা হয়।
Leave a Reply