অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৯তম ম্যাচে দিনের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হয়েছে। টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে ইমরুলের দল কুমিল্লা। জবাবে সাকিবের দল ঢাকাকে জয়ের জন্য করতে হবে ১২৮ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান।
মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় খেলাটি শুরু হয়।খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙা টিভি চ্যানেল।
টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। শুরুটা ভালোই শুরু করে তারা। দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল ও এভিন লুইস। ৩৮ রানে লুইসকে বোল্ড করে ঢাকাকে প্রথম সাফল্য এনে দেন সুনিল নারাইন। এরপরই পথ হারিয়ে ফেলে ভিক্টোরিয়ানসরা।
দলের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। রানের খাতায় খুলার আগেই রুবেল হোসেনের শিকার হন তিনি। এর খানিক পরই শুভাগত হোমের বলে রুবেল হোসেনের অসাধারণ ক্যাচে পরিণত হন দারুণ খেলতে থাকা তামিম। সাজঘরে ফেরত আসার আগে টাইগার ড্যাশিং ওপেনার খেলেন ২০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৮ রানের নান্দনিক ইনিংস।
তামিম আউট হলে চাপে পড়ে কুমিল্লা। এর মধ্যে আস্থার প্রতিদান দিতে পারেননি শামসুর রহমান। সাকিব আল হাসানের এলবিডব্লিউ ফাঁদে পড়েন তিনি। পরে কিছু করে দেখাতে পারেননি ইমরুল কায়েসও। দুই অধিনায়কের লড়াইয়ে হার মানেন তিনি। ঢাকা অধিনায়কের বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফর্মে থাকা কুমিল্লা অধিনায়ক।
ব্যাট হাতে কিছুটা লড়াইয়ের আভাস দেন শহীদ আফ্রিদি। তবে খুব বেশিদূর যেতে পারেননি তিনি। ১৭ বলে ১ চারে ব্যক্তিগত ১৮ রান করে নারাইনের শিকার হন তিনি। তারপর আর সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি কুমিল্লা। শেষ পর্যন্ত ১২৭রানে থেমে যায় তাদের ইনিংস।
আফ্রিদির পর যাওয়া-আসার মিছিলে যোগ দেন মোহাম্মদ সাইফউদ্দীন।সেই রেশ না কাটতেই রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে নুরুল হাসানের গ্লাভসবন্দি হয়ে ফেরেন থিসারা পেরেরা। এরকিছু পর তাদের দেখানো পথ অনুসরণ করে রুবেলের বলে উপুল থারাঙ্গাকে ক্যাচ দিয়ে আসেন ওয়াহাব রিয়াজ।
ঢাকার হয়ে দারুণ বোলিং করেছেন রুবেল হোসেন। ডানহাতি পেসারের শিকার ৩০ রানে ৪ উইকেট। এছাড়া সাকিব ও নারিন ২টি করে উইকেট পান। শুভাগত হোমের শিকার একটি।
ঢাকা ডায়নামাইটস: সুনীল নারিন, ওপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজিব, মিজানুর রহমান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস,এনামুল হক, তামিম ইকবাল, মুহাম্মদ সাইফ, মোশারফ হুসেইন, শামসুর রহমান, মেহেদি হাসান,ওহাব রিয়াজ,এভিন লুইস,শহিদ আফ্রিদি,থিসারা পেরেরা।
Leave a Reply