জাগো কুমিল্লা.কম
কুমিল্লায় অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। টেকনাফ থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থেকে আজ ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ^রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে নগরীর শাকতলা এলাকার মডার্ণ হাসপাতালে এক্সরের মাধ্যমে নিশ্চিত হয়ে তাদের পেট থেকে ইয়াবা বের করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অভিনব পন্থায় ইয়াবা পাচার করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব ১১ সিপিসি ২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মো. বিল্লাল হোসেন জানান, আটককৃতদের দেহ তল্লাশী করে কিছু না পাওয়ার তাদের গতিবিধি সন্দেহ হয়। পরে হাসপাতালে নিয়ে এক্স-রে করে নিশ্চিত হওয়া যায় তাদের পেটে ইয়াবা রয়েছে। তাদের দেয়া দেয়া স্বীকারুক্তি অনুযায়ী পেট থেকে ১০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে তাদের স্টমাকে প্লাস্টিকের স্কসটেপ দিয়ে পেচানো ইয়াবা সদৃশ বস্তু পাওয়া গেছে বলে জানান এক্স-রে টেকনিশিয়ান।
আর কর্তব্যরত চিকিৎক বলছেন, এমন ঝুকিপূর্ন পন্থায় ইয়াবা পাচারের ফলে ক্যান্সার এবং অন্ত্র পেচিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে বলছেন তিনি।
গ্রেফতারকৃত রাসেল, রেজাউল, সাদ্দাম, রিয়াজ এবং রাশেদুলের মত সারা দেশে এভাবে অভিনভ পন্থায় বিভিন্ন সময় মাদক পাচার করে আসছে এসব মাদক ব্যাবসায়ীরা।
উল্লেখ্য যে, দীর্ঘদিন যাবৎ এই ৫জন মাদক ব্যাবসায়ী টেকনাফ থেকে দেশে বিভিন্ন জেলায় ইয়াবা পাচার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত এক সপ্তাহ যাবৎ প্রযুক্তি ব্যাবহার করে তাদের গতিবিধি লক্ষ করছে র্যাব সদস্যারা। রাতভর অপেক্ষার পর আজ ভোরে নগরীর পদুয়ার বাজার এলাকায় অবস্থান করছিল র্যাব। পরে শ্যামলী পরিবনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।
Leave a Reply