( জাগো কুমিল্লা .কম)
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন সহ বরুড়া পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ড, মুরাদনগর উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ড,১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড, আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের ৮নং ওয়ার্ড,দেবিদ্বার উপজেলার বড় শালঘড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড,রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড,চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের ৫নং ওয়ার্ড এবং তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচন অাগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হবে।
আগামী ৩১ জানুয়ারি মনোনয়ন জমা দানের শেষ দিন,মনোনয়ন পত্র বাছাই ৩ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি রবিবার, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ ১১ ফেব্রুয়ারি সোমবার এবং ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ২২ জানুয়ারী মঙ্গলবার এক প্রেস নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,নির্বাচিত ওয়ার্ড সদস্যের মুত্যু ও মেয়াদ শেষ হওয়ার কারণে শুন্য আসনে নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করনের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।
Leave a Reply