নিজস্ব প্রতিবেদক:
সুবিধা বঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন বৃহত্তর কুমিল্লার পাঠক নন্দিত পত্রিকা দৈনিক আমাদের কুমিল্লা। সোমবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মো. মনিরুল হক সাক্কু। সভাপতিত্ব করেন দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা গণপাঠাগার ও নগর মিলনায়তনের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর,আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল,বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জামিল আহমেদ খন্দকার,মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সভাপতি আলহাজ্ব শাহ মো. আলমগীর খান ।
দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,দৈনিক আমাদের কুমিল্লার চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জেনারেল ম্যানাজার মো. মোশরফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর যুবদল সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সময় টিভির কুমিল্লার প্রতিনিধি বাহার রায়হান,স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন চৌধুরী,এন কে রিপন, দৈনিক আমাদের কুমিল্লার সদর দক্ষিণ প্রতিনিধি শাহ ফযসাল কারীম,ডিজাইনার রাশেদুল ইসলাম ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
Leave a Reply