(মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার)
কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল্লাপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভা রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক মোঃ অলি আহাম্মদ সরকার। এসময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোঃ তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক বাবু পরিমল চন্দ্র দাস ও তাহমিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও সমাজসেবক মোঃ অলি আহাম্মদ সরকার বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে আবদুল্লাপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বদ্ধপরিকর হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন আজ বাংলাদেশ ওই স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের ১ তারিখে বই তুলে দিচ্ছেন তোমাদের হাতে এবং উপবৃত্তি ও শিক্ষা উপকরণ দিচ্ছেন।
তাঁর স্বপ্ন তিনি তরুণদের উদ্দীপনা দিয়ে একটি অদম্য আগামীর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলবেন। প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশুনায় ও শিক্ষার মানোন্নয়নে নজর দিতে হবে। আলোচনা সভা শেষে ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply