অনলাইন ডেস্ক:
কুমিল্লার বরুড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. সুমন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে নিহত হয়েছেন।শুক্রবার উপজেলার দিঘলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বরুড়া উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সুমন বরুড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন।
উপজেলার বৈছাপুকুরিয়া-রহিমানগর সড়কের দিঘলী নামক স্থানে তার মোটরসাইকেলটিকে পেছন থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে যান সুমন।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply