অনলাইন ডেস্ক:
কুমিল্লায় শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মায়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নোয়াপাড়া গ্রামের মৃত সুলতান আহাম্মদের স্ত্রী হামিদা বেগম (৬০), মৃত বারু মিয়ার ছেলে ছাব্বির আহাম্মদ (৩০), ছাব্বির আহাম্মদের স্ত্রী হাছিনা বেগম (৩০), ছাব্বির আহাম্মদের ৪ ছেলে মো. জাবেদ (১২), মো. ছাবের (১০), মো. আব্দুল মজিদ (৬), মো. ছাদেক (২), আব্দুল সালামের ছেলে হামিদ নুর (২৫), হামিদ নুরের স্ত্রী নুর ফাতেমা বেগম (২৩), হামিদ নুরের ২ ছেলে ওমর ফারুক (৩), খৈয়ম নুর (১), মো. রফিকের স্ত্রী নুর হাবা (২৮), ছেলে আব্দুল রহিম (১০), মেয়ে শাহিদা আক্তার (৫) ও মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইসমাইল (৬)।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া বাজারে যানবাহনের জন্য একদল রোহিঙ্গা অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে গিয়ে শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃতদের বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ৩ জানুয়ারি ব্রাহ্মণপাড়া ও কুমিল্লার নগরীতে ৪৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
Leave a Reply