বারী উদ্দিন আহমেদ বাবর॥
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নে ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য প্রায় দেড় কোটি টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করেছেন চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া।
গত মঙ্গলবার ইউপি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট পেশ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. ইমরান হোসেন। আগামী অর্থবছর ইউনিয়ন পরিচালনায় বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৩ লক্ষ ৫৪ হাজার ৭ শত ৫০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ১২ হাজার ১৬টাকা।
বাজেট অনুষ্ঠানে ইউপি সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি এএফএম শোয়ায়েব, হেসাখাল মাদ্রাসার সুপার আবদুর রহমান, ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী, আবুল হাশেম মেম্বার, কামরুজ্জামান বাবুল ও মাস্টার মোবাশে^র আলম।
ছাড়াও আরো উপস্থিত অতিথিবৃন্দ ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. সোহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ, যুবলীগ নেতা মাস্টার আবদুর রহমান, মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম, কাজল রেখা, ইউপি সদস্য মোস্তফা মিয়া, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া ও ছাত্রলীগ নেতা ইয়াকুব আলীসহ স্থানীয় সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply