আজ (৬ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। দুপুর ১২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভ স্মিথ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। মাত্র ১ রান করেই ফেরেন লিটন। মেহেদির বলে স্মিথের হাতে তালুবন্ধি হয়ে ফিরেন তিনি।এরপর রান আউটের শিকার হয়ে ফেরেন ওয়ার্নার। তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে ফিরতে হয় ওয়ার্নারকে। তিনি ১৪ রান করে ফেরেন। আফিফ হোসেনকে বোল্ড আউট করেন সাইফ উদ্দিন। তিনি করেছেন ১৯ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান।
কুমিল্লার ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, স্টিভ স্মিথ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, শোয়েব মালিক, আফ্রিদি, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, মেহেদি হাসান, শহীদ।
সিলেট সিক্সার্স একাদশ: লিটন দাস, ডেভিড ওয়ার্নার, নিকলাস পুরান, সাব্বির রহমান, ইরফান, সন্দিপ লামিচান, অলক কাপালি, আল আমিন হোসেন, তাসকিন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।
Leave a Reply