ব্যাপক জল ঘোলার পর বিপিএলে খেলার অনুমতি পেয়েছেন স্টিভেন স্মিথ।বিপিএলকে সামনে রেখে আজ ঢাকায় পা রেখেছেন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। কুমিল্লার কর্ণধার নাফিসা কামালের সঙ্গে স্মিথের একটি ছবি তারা তাদের ফেসবুক পেজে পোস্ট করে এবং তারা সেখানে লিখেছে, ‘And he is here!’
আগামী ৬ই জানুয়ারি সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচ থেকেই স্মিথকে দেখা যাবে কুমিল্লার জার্সিতে।
শুরুতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স চেয়ারপার্সন নাফিসা কামাল তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। তারপর একসাথে আড্ডায় মেতে উঠেন।
প্লেয়ার্স ড্রাফটের পর স্মিথকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। নিয়মানুযায়ী- নিলামের পর ক্রিকেটার দলে ভেড়াতে পারবে না কোনো দল। ফলে তাকে নিয়ে বাদ সাধে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো। এক প্রস্থ আলোচনার পর অবশেষে তাকে খেলার ছাড়পত্র দেয় দলগুলো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭২ ঘণ্টা আগে অনুমতি পান তিনি।
প্রতিযোগিতায় প্রথম ম্যাচ থেকে খেলবেন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ানস কোচ মোহাম্মদ সালাউদ্দীন জানিয়েছেন,৬ জানুয়ারি শেরেবাংলায় সিলেট সিক্সার্সের বিপক্ষে দলের হয়ে মাঠে নামবেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশারফ রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল ও আমির ইয়ামিন।
Leave a Reply