( জাগো কুমিল্লা.কম)
মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন “ভলেন্টিয়ার ফর দ্যা আর্থ” এর কুমিল্লা জেলা ইউনিট কুমিল্লা আর্ট স্কুলে উদযাপন করেন নবীনবরণ ও বড়দিনের অনুষ্ঠান।
“ওয়েলকাম টু ফেমিলি এন্ড মেরি ক্রিস্টমাস” শিরোনামে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রিয় কমিটির সভাপতি সুমন সালাহউদ্দিন। ধর্মনীরপক্ষতা চর্চ্চার এই সংগঠনটি ঈদে মিলাদুন্নবী সহ সকল ধর্মের বিশেষ দিনগুলি উদযাপন করে থাকে ।
সারাবিশ্ব ব্যাপী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি চেইন নেটওয়ার্ক তৈরির লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রতিটি ভলেন্টিয়ার। ইতিমধ্যে দেশের সীমানা পেরিয়ে মালয়াশিয়া , সিংগাপুর , কানাডা , যুক্তরাষ্ট্র ও হংকংয়ে কমিটি ঘোষণা হয়েছে। প্রতিনিয়ত নতুন ভলেন্টিয়ার সংযোজনের মাধ্যমে কাঙ্খিত গন্তব্য অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অন্যতম ভলেন্টিয়ার সাইফুল ইসলাম ২০১৯ সালের কর্মপরিকল্পনা পেশ করেন। । এরই ধারাবাহিকতায় নতুনদের বরণ করে নেন পুরানো ভলেন্টিয়াররা। একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে সকলে জোটবদ্ধ হয়ে কাজ করার নিমিত্তেই অনুভুতি ও অভিজ্ঞতার ভাগাভাগি হয় উক্ত অনুষ্ঠানে। কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুনদের কর্ম উদ্দিপনা বাড়ানোর জন্য উৎসাহ করেন এবং সংগঠনের সফলতা কামনা করেন ।
Leave a Reply