অনলাইন ডেস্ক:
কুমিল্লা-২ আসনে (হোমনা-তিতাস) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমেদের নির্বাচনী প্রচারণায় বোমা হামলার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে একটি জনসভায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদের স্বামী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমাদ বলেন, একটি জনসভায় যাওয়ার পথে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। আল্লাহর রহমতে অল্পের জন্য তারা বেঁচে গেছেন।তিনি অভিযোগ করে বলেন, এ এলাকায় অনেক জামায়াত-শিবির রয়েছে। বিভিন্ন স্থানে তারা লুকিয়ে আছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ওসি সৈয়দ মো. এহসানুল ইসলাম বলেন, সেলিমা আহমেদ একটি জনসভায় যাওয়ার পথে দড়িকান্দি ব্রিজের উত্তর দিকের রাস্তায় পৌছালে সেখানে বোমার বিস্ফোরণ ঘটে।
এ ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা অনুসন্ধান ও তদন্ত শুরু করছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply