সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ “গার্লস হ্যাং আউট কুমিল্লা” এর উদ্দ্যেগে ১৫ ডিসেম্বর হয়ে গেল বিশাল এক মিলন মেলা। নগরীর গ্রিন ক্যাসেল রেস্টুরেন্টে শতাধিক নারীর সমাগম হয়েছে। নারীরদের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধি ও উদ্যমি করে তোলার লক্ষ্যেই এই গ্রুপের মেম্বার রা কাজ করে যাচ্ছে। মাত্র কিছু সংখক সদস্য নিয়ে শুরু করা গ্রুপটি ৩ মাসের মধ্যে ১২ হাজার সদস্যের একটি পরিবারে রুপান্তরিত হয়েছে। খুব জমকালো অনুষ্ঠানের এর মাধ্যমে এই সাফল্য উজ্জাপন করা হয়।
ওয়েলকাম গিফট, লাঞ্চ, কেক কাটা এবং নাচগানের মাধ্যমে দিনটি অতিবাহিত করে গ্রুপের সদস্যরা।
এতে করে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও অনলাইন ভিত্তিক বিভিন্ন ব্যাবসার প্রসার হবে বলে মনে করছেন এডমিন মাহিয়া। ভার্চুয়ালিটি থেকে রিয়েল লাইফে সবার সাথে দেখা ও ভাবের আদানপ্রদানে আবেগপ্লুত বক্ত্যব্য প্রদান করেন কো-এডমিন সোহানা আফরোজ নিহা। তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করেন, এই পরিবার পারস্পরিক সহযোগীতার মাধ্যমে আত্মউন্নয়ন এবং সামাজিক উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে।
নারী উদ্যোক্তাদের জন্য কুমিল্লা গার্লস হ্যাং আউট বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন কো-এডমিন পুজা ভৌমিক। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে ছিল সাজুগুজু এবং আইকন।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply