(অমিত মজুমদার, কুমিল্লা)
রবিবার দুপুর থেকেই জনতার ঢল নামে কুমিল্লার টাউন হল। শহর ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন বিজয় র্যালীতে।
নৌকার শ্লোগানে বিজয় র্যালীকে কেন্দ্র করে কুমিল্লা নগর যেন পরিণত হয় মিছিলের শহরে। এ যেন কুমিল্লা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মিলনমেলা। দেখে মনে হয়েছে কুমিল্লার সব পথ এসে মিশেছে কুমিল্লার টাউন হল মাঠে মাঠে।
সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের অপেক্ষা করতে থাকে হাজার জনতা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ জয় বাংলা , জিতবে এবার নৌকা, শেখ হাসিনার সালাম নিয়ে নৌকা মার্কায় ভোট দিন এই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে কুমিল্লা টাউন হল ময়দান।
কুমিল্লার কান্দিরপাড়ের আশ-পাশের আশপাশের রাস্তাগুলোও নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। বিকালে টাউন হল মাঠ জনসমুদ্রে রূপান্তরিত হলে বিজয় র্যালী শুরু হয়। এসময় কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করেন এমপি বাহারসহ নেতাকর্মীরা।
বিজয় র্যালি শেষে কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য আ.লীগ মনোনীত প্রার্থী হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, এই র্যালী প্রমাণ করে কুমিল্লার মানুষ শান্তি চাই। এই র্যালি প্রমাণ করে কুমিল্লার মানুষ একটি চাঁদাবাজ মুক্ত কুমিল্লা গড়তে চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কুমিল্লাকে গড়তে চাই। আজকের এই গনজোয়ার ত্রিশ তারিখ পর্যন্ত ধরে রাখতে হবে।
Leave a Reply