অনলাইন ডেস্ক:
কুমিল্লা -৬ আসনে নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই বিএনপি-আলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।।প্রায় কয়েকটি স্থানে গুলি, ককটেল বিস্ফোরণে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হবার অভিযোগ উঠেছে। তবে হামলার জন্য দুই দল পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করে। তারা পাল্টা অভিযোগ করেছে যে, প্রতিপক্ষের হামলায় তাদেরই কয়েকজন কর্মী আহত হয়েছে।
হাজী ইয়াছিনের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের প্রধান আসাদুর রহমান অভিযোগ করে জানান, কুমিল্লা ৬ সদর আসনের অন্তত ৭৫টি স্থানে ধানের শীষ প্রতিক এর পক্ষে তাদের শোভা যাত্রা হয়। এসময় গুলি ককটেল দিয়ে হামলা চালায়।
সোমবার বিকাল থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকায় শোভাযাত্রা চলাকালে সন্ত্রাসীরা গুলি ও ককটেল বিষ্ফোরন ঘটায়।
বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর জানান, বিএনপির অভিযোগ সঠিক না। বরং তাদের হামলায় কচুয়া এলাকার সানী নামে এক কর্মী মারাত্মক আহত হয়েছে। সে বর্তমানে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার সালাউদ্দিন জানান, এই হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। তাকে এ বিষয়ে কেউ বলেও নি।
কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও ডিসি মো. আবুল ফজল মীরের কাছে সোমবার রাতে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমার কাছে কোন খবর নেই। কেউ কোন অভিযোগও করেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
তথ্য সূত্রঃ ডেইলি বাংলাদেশ
Leave a Reply