“জাগ্রত বিবেকে মানবতার সেবায়”- স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘ভলান্টিয়ার ফর দ্য আর্থ’ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে “মানবতা এবং আত্ম উন্নয়নের জন্য ভলান্টিয়ারিং” শিরোনামে দিনব্যাপী কর্মশালা আয়োজন করলো।
বাংলাদেশকে বিশ্ব দরবারে মহিমান্বিত করা এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সংগঠনটি বিশ্বব্যাপী ভলান্টিয়ারিং সেবা প্রদান করতে চায়। সেই লক্ষ্যে তরুনদেরকে উদ্বুদ্ধ করতে ‘ভলান্টিয়ার ফর দ্য আর্থ’ কর্মশালাটির অায়োজন করে।
কর্মশালায় কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ভলান্টিয়ারিং, অাত্ম উন্নয়নে ভলান্টিয়ারিং, কর্ম ও কর্মজীবনে ভলান্টিয়ারিং, প্রাথমিক চিকিৎসা, ভলান্টিয়ারিং এর দায়িত্ব ও গুরুত্ব সর্ম্পকে বক্তারা বক্তব্য রাখেন।
কর্মশালায় দেশ বরেণ্যে এবং অার্ন্তজাতিক ব্যাক্তিবর্গ ক্লাশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সুরজিত সর্ববিদ্যা (ডীন, ব্যবসা প্রশাসন বিভাগ), প্রফেসর মোঃ মতিউর রহমান (ডীন, ইংরেজ বিভাগ), মোঃ আব্দুর রশিদ (চেয়ারম্যান ,ইংরেজি বিভাগ), মোঃ তারিকুল আলম (এসিস্ট্যান্ট প্রফেসর, ইংরেজি বিভাগ) ; ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মঞ্জুরুল আজিম পলাশ (আর্ন্তজাতিক সিনেমা গবেষক ও সমাজ সেবক), রুমা চৌধুরী (ইয়োগা প্রশিক্ষক ও সমাজ সেবিকা), ডা. মোসলেহ উদ্দিন (সহকারী অধ্যাপক, ইষ্টার্ন মেডিকেল কলেজ), রহমত উল্লাহ ভূইয়া রতন (প্রিন্সিপাল অফিসার, এনসিসি ব্যাংক)। বিশিষ্ট লেখক, গবেষক ও আবৃত্তি শিল্পী রবি সংকর মৈত্রি, ফ্রান্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার ক্লাশ পরিচালনা করেন । সমাপনী বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সুমন সালাহউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম সাইফুল ইসলাম । অতিথিদেরকে ক্রেস্ট ও অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
Leave a Reply