অনলাইন ডেস্ক:
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপিকে ৫আসন দিয়েছে বিএনপি। এরমধ্যে নাগরিক ঐক্যের জন্য ৫টি এবং জেএসডিকে ৫টি আসন দেয়া হয়।
শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় সাংবাদিকদের এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম বলেন, ৮ টি আসনের দাবি জানেলে তাদেরকে ৫টি আসন দেয়া হয়েছে। তবে আজ রাতে আরও জোড়ালো ভাবে ২টি আসন দাবি করেবেন তারা।
এলডিপি কে দেওয়া ৫টি আসন হলো: চট্টগ্রাম-১৪ কর্নেল অলি আহমেদ, কুমিল্লা-৭ রেদওয়ান আহমেদ (মহাসচিব), লক্ষীপুর-১ শাহাদাত হোসেন সেলিম ,ময়মনসিংহ-১০ সৈয়দ মাহবুব মোর্শেদ, চট্টগ্রাম-৭ মোহাম্মদ নুরুল আলম।
এছাড়া নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মোর্তজার বিরুদ্ধে বিএনপির প্রার্থী হয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ৷ তিনি মাশরাফির বিরুদ্ধে ধানের শীষ নিয়ে লড়বেন।
মনোনয়ন পেয়ে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে মাশরাফি বিন মোর্তজা। এতোদিন তিনি জাতীয় ভাবে খেলতেন। এখন নিজে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ব্র্যাকেডে সীল মেরেছেন৷ সে খেলার মাঠে এখন ভোটাভুটি হবে-নৌকা ভার্সেস ধানের শীষ৷ব্যক্তির ইমেজে এখানে কাজ হবে না৷ ইনশাল্লাহ যদি সুষ্ঠু ভোট হয় তাহলে ধানের শীষ জিতবে৷
উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি ও নাগরিক ঐক্যসহ বেশ কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে। সেখানে নিবন্ধিত দল হিসেবে ঐক্যফ্রন্টের প্রার্থীরা প্রধান শরিকদল বিএনপির দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।
Leave a Reply