অনলাইন ডেস্ক:
গতবছর চেয়ে এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় আরো এগিয়ে গেছেন বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশী। গতবার এই প্রতিযোগিতায় অংশ নেন জেসিয়া। যিনি সেরা ৪০ পর্যন্ত যেতে পারেন। তবে এবারের প্রতিযোগী ঐশী সেরা ২০ পর্যন্ত পৌঁছে গেছেন। বলা যায়, পিরোজপুরের মেয়ে ঐশীর এবারের বিশ্ব রেকর্ড এটি।
এ বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের গান ও নাচ পরিবেশন করেন তিনি। এর আগে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেওয়া উত্তরের ওপর ভোট গ্রহণ। এরপর অন্যান্য গ্রুপ চ্যাম্পিয়নদের সঙ্গে গ্রুপ ৬-এর চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় ঐশীর নাম।
Leave a Reply