অনলাইন ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রিটার্নিং কর্মকর্তারা দলের অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজকে আপিলে তারা বৈধ হয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আজকে অনেকেই প্রার্থী হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এ থেকে প্রমাণিত হয় নির্বাচন কমিশন যেখানে যেখানে রিটার্নিং অফিসারের কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছিলেন, সেখানে প্রার্থীরা ন্যায়বিচার পাননি।তিনি বলেন, এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমি উনার (ওবায়দুল কাদের) বিষয়ে কিছু বলতে চাই না। কারণ তিনি উনার দলের চেয়ে বিএনপি নিয়ে বেশি কথা বলেন। তিনি তো বলেছিলেন আমরা প্রার্থী পাবো না। কিন্তু আমরা তো সারাদেশে ৮০০ প্রার্থী দিয়েছি।বিএনপি মহাসচিব বলেন, তারা বলেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভীত-সন্ত্রস্ত বলেই এসব কথা বলছেন।আজ বিএনপি প্রার্থীদের আংশিক তালিকা ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল।
Leave a Reply