অনলাইন ডেস্ক:
ওয়ানডে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩৩১ রান করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন শাই হোপ।আর ৫১ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন রস্টন চেজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারের বাংলাদেশের সংগ্রহ ১০১ রান। ব্যাটি করছে তামিম ও সৌম্য সরকার।
বিসিবি একাদশের পক্ষে রুবেল হোসেন ২টি, মেহেদী হাসান রানা ২টি, শামীম পাটোয়ারী ১টি, মাশরাফি বিন মর্তুজা ১টি ও নাজমুল ইসলাম অপু ২টি করে উইকেট শিকার করেন।
এই ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলে আছেন এশিয়া কাপের ইনজুরি থেকে ফেরা টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
আগামী ৯ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ১১ ডিসেম্বর একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। ম্যাচ দুইটি শুরু হবে দুপুর একটায়। ১৪ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সিলেটে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ৩৩১/৮ (৫০ ওভার)
(কাইরান পাওয়েল ৪৩, শাই হোপ ৮১, ড্যারেন ব্রাভো ২৪, মারলন স্যামুয়েলস ৫, শিমরন হেটমায়ার ৩৩, রভম্যান পাওয়েল ০, রস্টন চেজ ৬৫*, ফ্যাবিয়ান অ্যালেন ৪৮, কিমো পল ২, সুনিল আমব্রিস ১০*; রুবেল হোসেন ২/৫৫, মাশরাফি বিন মর্তুজা ১/৩৭, মেহেদী হাসান রানা ২/৬৫, শাহীন আলম ০/১৮, সৌম্য সরকার ০/৭২, নাজমুল ইসলাম ২/৬১, শামীম পাটোয়ারী ১/১৬)।
Leave a Reply