( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা পুলিশ লাইনস এ ২ কোটি ৭৪ লাখ ২১ হাজার ৮শত টাকার মাদক ধ্বংস করা হয়েছে। ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছ থেকে এগুলো আটক করা হয়। এর মধ্যে ১ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার টাকার গাজা ও ১ কোটি ১৭ লাখ ৬ হাজার টাকার ফেন্সিডিলের বোতল জব্দ করা হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো: নুরুল ইসলাম পিপিএম বিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাছির উদ্দিন মৃধা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ছালাম মিয়াসহ পুলিশ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, বিচারাধীন ও নিষ্পত্তিকৃত মামলার আসামীদের নিকট থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মদ্যে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১৮৮৬টি। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ফেন্সিডিল ১৯হাজার ৫শ দশ বোতল, রিকোডেক্স বোতল ১হাজার ৭শ ২০টি, স্কাফ সিরাপ ২হাজার ৫শ চল্লিশ বোতল, বিয়ার ৮শ ৬১টি বোতল, বিদেশী মদ ৩হাজার ৯৮ বোতল, চোলাই মদ ৫শ ৮৮লিটার, বিয়ার ক্যান ৭শ ২০ ক্যান, হিলডন ১৩টি, রেকটি ফাইড স্পীড ১০ বোতল, ইয়াবা ১৩শ ৯০পিস।
Leave a Reply