( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় প্রার্থীদের যাচাই বাছাই চলছে। দুপুর ১টা পর্যন্ত কুমিল্লার ১১টি আসনের ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই হয়েছে। কুমিল্লা-১ আসনে ৩ জন, কুমিল্লা-২ আসনে ৫ জন, কুমিল্লা-৩ আসনে ১০জন, কুমিল্লা-৪ আসনে ৫জন, কুমিল্লা-৫ আসনে ৩জন এবং কুমিল্লা-৬ আসনে-৬জন সর্বমোট ২৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। ২জনকে স্থগিত রাখা হয়েছে। যার মধ্যে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হক তার ভাই স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নুন বসরী, স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ছেলে আহসানুল আলম কিশোর রয়েছেন।
কুমিল্লা-৩ আসনে প্রার্থীতা বাতিল হওয়া বিএনপি প্রার্থী কেএম মুজিবুল হক অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়ে জমা দেয়া নথি থেকে তার পেপার সরিয়ে নেয়া হয়েছে। নথিতে জমা দেয়ার রেকর্ড তার কাছে আছে। তেমনি ভাবে আওয়ামীলীগের প্রার্থীর পিতার নামে গরমিল থাকলেও চ্যালেঞ্জ করার পরও সেটা বৈধতা দেয়া হয়েছে।
কুমিল্লা ৩ আসনে প্রার্থীতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম কিশোর অভিযোগ করেন, শুধুমাত্র একজন প্রার্থীর প্রার্থীতা টিকিয়ে রাখার জন্য হেভিওয়েট প্রার্থীদের মাঠ থেকে সরিয়ে দেয়া হচ্ছে। তিনি গোপন মিটিংয়ের অভিযোগ করেন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে।
Leave a Reply