নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেনের জানাযা নামাজে হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আবেগঘন বক্তব্যে বলেছেন, কোন অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিয়ে কষ্টকর।
এটা অস্বাভাবিক মৃত্যু নয়,পরিকল্পিত হত্যাকান্ড। তাকে মনিটরিং করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। দেলোয়ারের হত্যাকারীরা যেই হোক না কেন সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করব। কুমিল্লায় অনেক ডায়নামিক পুলিশ অফিসার রয়েছে। আমার বিশ্বাস কুমিল্লার পুলিশ দেলোয়ারের খুনিদের সনাক্ত করে বিচারের আওতায় আনতে পারবে। এমনো হতে পারে খুনিরা আশেপাশেই আছে। খুনিদের সনাক্ত করতে সাংবাদিক সহ স্থানীয়দের সহযোগীতা করতে হবে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর ২৬ নং ওয়ার্ডের শামবক্সি ঈদ গাঁ সংলগ্ন মাঠে আয়োজিত জানাযা নামাজের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এমপি বাহার আরো বলেন, দেলোয়ার আমার হাতে গড়া কর্মী ছিল। হত্যাকান্ডের খবর শুনে তাৎক্ষনিকভাবে পুলিশ সুপারকে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশকে হত্যাকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছি।
নিহত দেলোয়ারের দুই শিশুপুত্রের প্রসঙ্গে এমপি বাহার বলেন, বাবার আদর-¯েœহ ছাড়া বরণ-পোষন লেখাপড়া সহ সকল দায়িত্ব আমি নিলাম। আমার স্ত্রী-কণ্যা এসে দেলোয়ারের স্ত্রীর সাথে কথা বলে সব ব্যবস্থা করবে।
Leave a Reply