অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি বিএনপিতে যোগ দিয়েছেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বিএনপিতে যোগ দেন।
আজ সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।
এরআগে, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তবে বিএনপির মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছাও পোষণ করেছেন তিনি।
সোমবার (২৬ নভেম্বর) সকালে এমন ইচ্ছার কথা গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন গোলাম মাওলা রনি।তিনি বলেন, যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করব।এদিন দুপুরে নিজের ফেসবুক পেজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি।
তিনি লিখেন- আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে- এবং দেখা হবে বিজয়ে।
এ বিষয়ে জানতে তার ব্যক্তিগত মোবইল নাম্বারে একাধিক বার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এই আসন থেকে নানা আলোচনার জন্ম দিয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।
সরাসরি >> গোলাম মৌওলা রনির বিএনপিতে যোগদান
Posted by somoynews.tv on Monday, November 26, 2018
Leave a Reply