অনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় নির্বাচনের দলীয় মনোনয়নের চিঠি বিকেল থেকে বিতরণ শুরু করবে বিএনপি।সোমবার (২৬ নভেম্বর) গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি বিতরণ করা হবে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গুলশান অফিস থেকে জানানো হয়েছে- বিকেল ৪টা থেকে তিন বিভাগের প্রার্থীদের চিঠি বিতরণ শুরু হবে। শুরুতে বরিশাল বিভাগ। এরপর সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগ এবং রাত ৮টা থেকে রাজশাহী বিভাগের চিঠি বিতরণ করা হবে।
বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়াকে মনোনয়নের চিঠি দেয়ার মাধ্যমে মনোনয়ন পত্র দেয়া শুরু হয়।
রবিবার (২৫ নভেম্বর) রাতে ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন আলম ভোলা-৪, মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-২, ইসরাত সুলতানা এলিন ভুট্টো ঝালকাঠি-২, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালী-৫, বিএনপি যুগ্ন-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার বরিশাল-৫।
মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও-১, সাইফুল ইসলাম রংপুর-৬, মোবারেক হোসেন সুজন রংপুর-১, ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী রংপুর-২, মোজ্জাফর আহমেদ ও রিতা রহমান রংপুর-৩, এনামুল হক ভরসা রংপুর-৪, সোলাইমান আলম ও ডা. মমতাজ রংপুর-৫।
মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ দিনাজপুর-১, সাদিক রিয়াজ দিনাজপুর-২, সৈয়দ জাহঙ্গীর ও মোজাম্মেল দোলন দিনাজপুর-৩, হাফিজুল রহমান ও আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর-৪, রেজাউল হক ও জাকারিয়া বাচ্চু দিনাজপুর-৫, লুৎফর রহামান মিন্টু ও শাহীনুর ইসলাম মন্ডল দিনাজপুর-৬।
এছাড়া, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও মনোনয়নের চিঠি পেয়েছেন।
বিস্তারিত আসছে…..
Leave a Reply