অনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৫৩ তম ও কুমিল্লা -৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া)’র নৌকার মাঝি হিসেবে মনোনীত প্রার্থী হলেন অাওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু এম. পি.।রবিবার(২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ অাওয়ামীলীগের সভােনেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি পেলেন তিনি।
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া নিয়ে গঠিত এ আসন। এ আসনে বিএনপি থেকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক এমপি অধ্যক্ষ ইউনুছ। জাতীয় পাটি (এরশাদ) তাজুল ইসলাম, নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুড়ান্ত প্রার্থী মাওলানা মো. রাশেদুল ইসলাম রহমতপুরী।
এ আসনে ১৯৭৩ সালে আওয়ামী লীগ, ১৯৮৬ সালে স্বতন্ত্র, ১৯৮৮ সালে জাতীয় পার্টি ও ২০০১ সালে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ ইউনুছ এবং ১৯৭৯ সালে গণতন্ত্রী লীগের মফিজুল ইসলাম ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি’র মজিবুর রহমান মজু এমপি হন। এ ছাড়া ১৯৯১, ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচন, ২০০৮ ও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি নির্বাচিত হন।
Leave a Reply