( জাগো কুমিল্লা,কম)
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর ৬ আসনে আলীগের চুড়ান্ত মনোনয়ন পেলেন বর্তমান এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার । দুপুরে কুমিল্লা আলীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র তাকে হস্তান্তর করার কথা রয়েছে।
আজ রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি তুলে দেয়া হয়।
এ আসনে আওয়ামী লীগ থেকে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক মোঃ ওমর ফারুক, এফবিসিসিআই’র পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান ও মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর রহমান মাহমুদ তানিম মনোনয়ন পেতে চেষ্টা করেছিলেন। তবে অবশেষে নৌকার মাঝি হলেন আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ আসনে বিএনপি থেকে দলের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ মনিরুল হক চৌধুরী এ আসনটি ছাড়াও কুমিল্লা ( ১০) আসনে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুড়ান্ত প্রার্থী মাওলানা মো. তৈয়ব।
১৯৭৩ সালের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি অধ্যাপক খোরশেদ আলমের পর এ আসনটি বিএনপি ও জাতীয় পার্টির দখলে ছিল। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করেন আওয়ামী লীগের প্রার্থী হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এবং ২০১৪ সালের দশম নির্বাচনেও তিনি পুনরায় এমপি নির্বাচিত হন। বর্তমানে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। দলে তাঁর মজবুত অবস্থান রয়েছে। এবারের মনোনয়ন পেলেন।
অপরদিকে লে. কর্নেল (অব.) আকবর হোসেনের টানা বিজয়ের পথ ধরে এ আসনটি বিএনপির ঘাঁটিতে পরিণত হয়। ২০০৬ সালে আকবর হোসেনের মৃত্যুর পর এখানে দলের নেতৃত্বে আসেন হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক। ২০০৮ সালে তিনি দলীয় মনোনয়নে পেয়ে নির্বাচনে অংশ নেন। কিন্তু দলের স্থানীয় নেতা-নেতৃত্বে বিভেদের কারণে ওই নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের প্রার্থীর জয়ের মধ্যদিয়ে আসনটি বিএনপির হাতছাড়া হয়।
এ আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি অন্তকোন্দলে, প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজাল খাঁন ও বর্তমান এমপি বাহারের দ্বন্দ বেশ পুরনো, গত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, আফজাল কন্যা সীমা আওয়ামী লীগ আটঘাট বেধেঁ মাঠে নামলেও বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন।
অন্যদিক বিএনপিও অন্ত কোন্দলে বিধস্ত দলের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, হাজী আমিন-উর রশিদ ইয়াছিন ও সিটি মেয়র মনিরুল হক সাক্কু গ্রুপিংয়ে জড়িয়ে দু’গ্রুপে প্রায়ই সংঘর্ষ বাধেঁ। এখানে লড়াই হবে নৌকা ও ধানের শীর্ষে।
Leave a Reply