(আবু সুফিয়ান রাসেল):
কুমিল্লার ছেলে সাব্বির ওয়াহিদ গত কয়েক বছর ধরে নিয়মিত কাজ করেছেন থিয়েটার ও গান নিয়ে। রংধনু ও কাঠপেন্সিল ব্যান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক। ২০১৬ সালে কেউ না জানুক ছিল তার প্রথম গানের এ্যালবাম। এর আগেই মুক্তি পেয়েছে হারালে তুমি শিরোনামে একটি গান। ২০১৮ সালের রিভান নেশান থেকে মুক্তি পাওয়া তুমি নেই বলে গানটি ইতোমধ্যে ১০ লক্ষের বেশি ভিউজ হয়েছে। ইংরেজি শর্টফিম সফট টাচ ও বাংলা শর্টফ্লিম বোম্বাষ্টিকে প্রধান চরিত্রে কাজ করেছেন।
কাঠপেন্সিল ফ্লিমস কোম্পানির ব্যানারে এখন কাজ করছেন আল-রাজীর গল্প নিয়ে ট্রুথ অর ডেয়ার। এ শর্টফ্লিমে দেখা যাবে নবীন কিছু মুখ যাদের মধ্যে রয়েছে আশিক চন্দ্র, শাহিন আলম, রাণী, রিজওয়ানা বর্ণা, এবতেশাম এজাজ সহ কাঠপেন্সিল ফ্লিমস পরিবারের সদস্যবৃন্দ।
নতুন এ শর্টফ্লিম বিষয়ে পরিচালক সাব্বির ওয়াহিদ জানান, আমরা সত্যকে সুন্দর ভাবে তুলে ধরার ম্যাসেজ নিয়ে এ ফ্লিমটি তৈরি করছি। মূলত এটি একটি সত্য ঘটনা আবলম্বনে নির্মিত। আশা করি আমি যতো কাজ করেছি, সবচেয়ে ভালো উপহার হবে দর্শকদের জন্য।
তুমি নেই বলে গানটি শুনতে ক্লিক করুন:
Leave a Reply