স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসী হামলা চালিয়ে মো. মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র ও চুরিকাঘাতে আহত করা হয়েছে। বুধবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামে এসে পাশ্ববর্তী এলাকার কিছু সংখ্যক যুবক এই সন্ত্রাসী হামলা চালায়।
ছুরিকাঘাতে আহত মো. মোজাম্মেল হোসেন ওই এলাকার নুরু মিয়ার ছেলে। হামলার পর ঘটনাস্থল থেকে মোজাম্মেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, সন্ত্রাসী হামলার ঘটনাটি শুনে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে এরা ছাত্রলীগের কোন একটা গ্রুপের রাজনীতির সাথে জড়িত।
তিনি বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে তদন্ত পূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply