অনলাইন ডেস্ক:
ডিসেম্বরের ২৩ তারিখ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরবর্তিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনের তারিখ পেছানোর জন্য চিঠি দিলে আমলে নেয় নির্বাচন কমিশন। তাই নতুন নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। ভাষণে তিনি ১৯ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ঘোষণা করেছেন এবং ২৯ নভেম্বর প্রত্যাহারের কথা বলেছেন। পাশাপাশি আগামী ২৩ ডিসেম্বর রোজ রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে সন্ধ্যা ৭টার ভাষণে তিনি এ তারিখ ঘোষণা করেন।
এর আগে আজ দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, কবিতা খানম, মো. রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
Leave a Reply