অনলাইন ডেস্ক:
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছিল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ভাল খেলছিল বাংলাদেশের মুশফিক মুমিনুলের সেঞ্চুরির খবর ছাপিয়েও সবকিছুর ঊর্ধ্বে ছিল মাশরাফির মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি।
রোববার (১১ নভেম্বর) বিকেলে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেও খেলা ছাপিয়ে উঠেছিল মাশরাফির মনোনয়ন কেনার প্রসঙ্গ।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তামিম বলেন, ‘যদিও এটা ক্রিকেটের বাইরের লাইনের জিনিস, এটা নিয়ে আমি না কমেন্ট করাই বেটার হবে। ড্রেসিংরুমে মাশরাফি মর্তুজা বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন, আমি উনাকে এ হিসেবে দেখি।’
এসময় দলে ফেরা নিয়ে তামিম বলেন, ‘বেশ কয়েকদিন ধরে ব্যাটিং করছি। তবে আজ ফার্স্ট পেস বোলিংয়ে ব্যাটিং করেছি। আশা করছি আরও করব। আর এভাবেই এগোতে হবে। দ্রুত ফেরার ব্যাপারে আমি খুবই পজেটিভ। বড় কোনো সমস্যা নাই। সব কিছু ঠিক-ঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই ফিরব।’
Leave a Reply