স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বাগিচাগাঁও এলাকার বড় মসজিদ সংলগ্ন এলাকার আলী আকবরের ছেলে আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। আটক আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলো। ভূয়া ডিআইজি পরিচয় দেয়া আলমগীরের আটক বিষয়টি নিশ্চিত করেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামিম।
জানাযায়, বাগিচাগাও এলাকার আলী আকবরের ছেলে আলমগীর দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে চাঁদাবাজি-প্রতারণা করে আসছিলো। তার হুমকিতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দাদের মধ্যে নাম প্রকাশ না করার বহু লোক জানান, ভূয়া ডিআইজি পরিচয়ে আলমগীর কুমিল্লার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছিলো। ভূয়া ডিআইজ আলমগীর আটক হওয়ায় স্থানীয়দের ও ভুক্তভুগীদের মাঝে স্বস্থি ফিরে আসে।
ভূয়া ডিআইজি পরিচয় দেয়া আলমগীরকে আটকের বিষয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামিম জানান, গত ৮ নভেম্বর তাকে তার বাড়ী থেকে আটক করি। এ সময় তার বাড়ী থেকে আলমগীরের পুলিশের ডিআইজ র্যাংক ব্যাজ পরিহিত ছবি উদ্ধার করি। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ৪১৯,১৭০,১৭১,৫০৬ এ ধারায় প্রতারণা মামলা দায়ের হয়েছে।
Leave a Reply