(জাগো কুমিল্লা.কম)
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর তিন দিন ব্যাপী সাংবাদিকতার উপর এক বিশেষ কর্মশালায় অংশ গ্রহনের উদ্দেশ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার অংশগ্রহনকারী সাংবাদিকরা শনিবার ঢাকা পিআইবি কার্যালয়ে পৌঁছেছেন।
রোববার থেকে শুরু হওয়া এই কর্মশালায় সাংবাদিক সমিতি কুমিল্লার ২৬ জন সাংবাদিক অংশগ্রহন করবেন।
সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমীন রীমা জানান, সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের নেতৃত্বে শনিবার বিকেলে কুমিল্লা থেকে ২২ জন সাংবাদিক ঢাকায় পৌঁছেছেন। আজ রোববার কর্মশালা শুরুর আগে বাকী ৪ জন সাংবাদিক ঢাকা এসে পৌঁছবেন।
অংশগ্রহনকারী সাংবাদিকদের বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান জানান, কুমিল্লা সাংবাদিক সমিতির উদ্দেশ্য হচেছ কুমিল্লায় সুস্থ্য ধারার শিক্ষিত এবং প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়ে উঠুক। এ জন্য প্রয়োজন তরুণ সাংবাদিকদের যথাযথ প্রশিক্ষন। তাই আমাদের সভাপতি ইয়াসমীন রীমা আপা তরুণ সাংবাদিকদের জন্য এ সুযোগটি করে দিয়েছেন। পাশাপাশি আমরা কয়েকজন সিনিয়র সাংবাদিক বন্ধুদেরকেও এখানে নিয়ে এসেছি যাতে তরুণ প্রবীনের সমন্বয়ে আন্তরিক পরিবেশে সাংবাদিক সমিতির সদস্যরা তিন দিনের প্রশিক্ষণটি গ্রহন করতে পারে।
অংশগ্রহনকারী সাংবাদিক সমিতির সদস্যগণ হলেন, ইয়াসমীন রীমা,শাহাজাদা এমরান, ওমর ফারুকী তাপস,আবদুর রহমান,হাবিবুর রহমান চৌধুরী, আবু হানিফ, মো. জসিম উদ্দিন চৌধুরী,তরিকুল ইসলাম তরুন,রেজাউল করিম রাসেল,মো.ফখরুল ইসলাম সাগর, মাসুদ আলম,শাকিল মোল্লা,অমিত মজুমদার, সালাউদ্দিন সুমন,মো. জুয়েল খন্দকার,তুহিন আহমেদ,সাইফুল ইসলাম সুমন,আলাউদ্দিন আজাদ,শাহ ফয়সাল কারীম,আবুল বাশার রানা,ওমর শারিদ বিধান, নুরুল ইসলাম,জাহাঙ্গীর আলম ইমরুল,জহিরুল ইসলাম বাবু,সুমন কবীর ভুইয়া ও শাকিল রহমান ।
Leave a Reply