(আবু সুফিয়ান রাসলে, )
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ১৯ নং ওর্য়াড রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী থেকে ২০ নং ওর্য়াড কালিকাপুর ও দিশাবন্দ এক কিলোমিটারের বেশি অংশ সড়কে নেই আলোর ব্যবস্থা।
২০১৭ সালের ৮ জুলাই বিমানবন্দর সড়ক সংলগ্ন খালে থেকে একজন পুরুষের কংকাল উদ্ধার করে সদর দক্ষিণ থানা পুলিশ। গত ১২ সেপ্টেম্বর গৃহবধূ হত্যার পর গোধূলী লগ্নে বিমান বন্দর সড়কের পাশে ফেলে যাওয়ার সময় হাতেনাতে ধরে ঘাতক স্বামীকে স্থানীয় লোকজন ইপিজেড ফাঁড়ির পুলিশের হাতে সোপর্দ করে। গত আগস্টে বিমান বন্দরে পড়ন্ত বিকেলে বেড়াতে আসা এক দম্পতির থেকে তাদের মোবাইল ফোন ও ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নেয় একদল যুবক । সন্ধ্যার পর প্রায় এখানে ছিনতাইকারীদের আনাগোনা দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তাই সন্ধ্যা হলে আতঙ্ক নামে কুমিল্লা বিমান বন্দর সড়কে।
সরেজমিনে দেখা যায়,এখানে কুমিল্লা বিমান বন্দরের রয়েছে প্রায় ৩২ ফুটের প্রশস্ত সড়ক। সড়কটি সিটি কর্পোরেশন এলাকায় হলেও রাতে চলাচলের জন্য নেই কোন আলোর ব্যবস্থা। দু’পাশে জমিতে বড় বড় ঘাস। সন্ধ্যা নামতেই এখানে সাধারণ লোকজনের আনা গোনা কমে যায়। সড়কটি অন্ধকার হওয়ায় অপরাধীদের জন্য এটি একটি নিরাপদ জায়গায়।
স্থানীয় আবদুল্লাহ আবু বকর নামের এক কৃষক জানান, এ ঘাসের ভেতর থেকে গত মাসে উদ্ধার করা হয় নিহত গৃহবধূর লাশ।
ইপিজেড কর্মী শাহানাজ আক্তার বলেন, অফিস ছুটি হয় সন্ধ্যা ৬টার পর প্রায় ২নং গেইটে গাড়ি পাওয়া যায় না। হেঁটে যেতে হয় এই রাস্তা দিয়ে, লাইটের ব্যবস্থা নেই, খুব ভয়ের মধ্যে থাকি।
রাজাপাড়ার বাসিন্ধা চন্দন দাস বলেন, এখানে লাইট লাগানো প্রয়োজন। আমরা চলাফেরা করতে ভয় আতঙ্কে থাকি। এ সমস্যাটি দ্রুত সমাধান হোক।
কুমিল্লা বিমান বন্দরের প্রধান কর্মকর্তা প্রকৌশলী আব্দুল গণি জানান, যেহেতু বিমান বন্দরটি পরিত্যক্ত , এটা এখন আন্তর্জাতিক রোডের বিমানের সিগনালিং এর কাজ করে। আমাদের ২১ জন জনবল আছে, আমরা শুধু রাডার ও অফিসের কাজ দেখাশোনার দায়িত্বে আছি। সড়ক বা পরিত্যক্ত রানওয়ের বিষয়টি আমাদের দায়িত্বে নেই।
ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন জানান, বিষয়টি সিটি কর্পোরেশনকে অবগত করা হয়েছে। এয়ারপোর্টের দক্ষিণ সড়কটিতে বৈদ্যুতিক খুঁটি নেই। এ জন্য লাইট স্থাপন করা যায়নি।
কুমিল্লা সিটি কর্পোরেশন মনিরুল হক সাক্কু বলেন, নতুন বাজেটে আমরা খুঁটি ক্রয় করেছি। এগুলোর টেষ্ট চলছে। আশা করি আমরা অল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধান করতে পারবো। সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ কোনো সড়কে রাতে অন্ধকার থাকবে না।
Leave a Reply