( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার আকাশে তারা নামাতে আর আসবে না ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। সুযোগ পেলেই কুমিল্লা ছুটে আসতেন তিনি। এই নিয়ে তিনি কয়েকবার কুমিল্লা কনসার্ট করেছেন।সব সময় তিনি তরুন প্রজম্মকে সঙ্গীতে আগ্রহী করে তোলার চেষ্টা করতেন।
গত ৮ সেপ্টেম্বর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে এসে কুমিল্লার ভক্তদের মাতিয়ে গেলেন। আর ভক্তদের উদ্দ্যোশে বলে গেলেন অনেক মূল্যবান কথা। তিনি বলেন, আমি বিশ্বাস করি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ক্রাউড মনে হয় কুমিল্লাতেই আছে। এ ছাড়া কুমিল্লার সকল স্থানীয় ব্যান্ডদের তিনি অভিনন্দন জানান। তরুন্যের কুমিল্লা নতুন প্রজম্মকে তিনি আকাশ ছোঁয়া ভালবাসা দিয়ে গেছেন।
তবে এই শিল্পী সংগীতের আঙিনা ছেড়ে চিরতরে না ফেরার দেশে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
উপমহাদেশে গিটার বাজানোর জন্য বিখ্যাত ছিলেন আইয়ুব বাচ্চু। গিটারের সঙ্গে করেছেন প্রেম, গিটারের সঙ্গে বেঁধেছিলেন প্রাণ। নামিদামি সব ব্রাণ্ডের গিটার সংগ্রহ করার নেশা ছিল তার। হরেক রকম গিটার তার সংগ্রহেও ছিল।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী। সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের।
আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। ১৯৭৮ সালে সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। তাঁর কন্ঠ দেয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’। গানটির কথা লিখেছিলেন শহীদ মাহমুদ জঙ্গী। ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে প্রকাশিত রক্তগোলাপ আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম। ১৯৯১ সালে জন্ম নেওয়া ‘এলআরবি’ ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল ছিলেন তিনি।
মূলত রক ঘরানার কন্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন আইয়ুব বাচ্চু। তার কণ্ঠে গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, ’চলো বদলে যাই’, ‘রূপালি গিটার’ ‘কষ্ট পেতে ভালোবাসি’ ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’ ‘অবাক হৃদয়’ ‘আমিও মানুষ’ ‘কষ্ট কাকে বলে’, ‘সুখ’, ‘মন চাইলে মন পাবে’সহ অসংখ্য গান।
Leave a Reply