(মো: সাইফুল্লাহ মুনীর) ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে প্রতিনিয়তই বাড়ছে পথশিশু। কুমিল্লায় পথ শিশুর সংখ্যা কত এর সঠিক সংখ্যা নির্ণয় করা কঠিন। বেঁচে থাকার জন্য এসব শিশুরা পা বাড়াচ্ছে নানা অপরাধের কাজে। ভাসমান এ সব শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষে কাজ করছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন। তরুণ-তরুণীদের স্বেচ্চা শ্রমে পরিচালিত এ সংগঠনটি কুমিল্লাসহ ৪টি জেলায় ‘অদম্য’ নামে সুবিধাবঞ্চিত পথশিশুদের ৫টি স্কুল ও ২টি মাদরাসায় শিক্ষার আলো ছড়াচ্ছে। ৭টি প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩৬৯ জন।
রেল লাইনের পাশে খোলা আকাশের নিচে,মাটিতে পাটি বিছিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের একঝাঁক স্বেচ্ছাসেবী। বিনামূল্যে প্রদান করা হচ্ছে শিশুদের বই-খাতা, কলম-পেন্সিল সহ শিক্ষাসরজ্ঞাম। ক্লাসের প্রতি আগ্রহ যোগাতে শিশুদের দেওয়া হয় চকলেক, বিষ্কিট। এসব তরুণ-তরুণীরা বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নিজেদের টিপিনের টাকার আংশিক তারা পথশিশুদের কল্যাণে ব্যায় করেন। আর নিজেরাই পাঠদান করান অদম্য স্কুল ও অদম্য মাদরাসায়।
পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রাসেল জানান, আমরা ছিন্নমূল শিশুর পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটাতে চাই।পাশাপাশি ওদের কে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য। সদস্য ও সাধারণ মানুষের দানকৃত টাকায় চলে এ সংগঠন। ইতোমধ্যে আমরা স্কুলটি ছাড়াও অদম্য ব্লাড ব্যাংক ও অদম্য ফুড ব্যাংক প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। সুবিধা বঞ্চিত শিশুদের এ আলোকবর্তিকা আমরা সারা দেশ ছড়িয়ে দিতে চাই।
Leave a Reply