( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে আর্ন্তজাতিক মাফিয়া চক্রের সদস্য মালদ্বীপে ইয়াবা পাচারকারী সিন্ডিকেটের নিকট রোববার রাতে ৫১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।এসময় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সময় সিন্ডিকেটের সদস্য মালদ্বীপ প্রবাসী সোহেল (২৭), এ চক্রের সদস্য ইসমাইল হোসেন(৩৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা মোড়ানো দু’টি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায়।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস জানান রোববার রাতে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাড়ির এস আই মো: শাহীন কাদের গোপন সংবাদের ভিত্তিতে ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের উত্তর শোভারামপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়ীর উত্তর পাশে পুকুর পাড়ে ২ মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয় করে খবর পেয়ে সঙ্গীয় র্ফোস সহ অভিযান চালায়।এসময় ওই ২ জন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ট্যাবলেট মোড়ানো দু’টি পলিথিনের প্যাকেট রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায় পালিয়ে যাওয়া ২ ব্যক্তির মধ্যে ১ জন হল আর্ন্তজাতিক চোরা কারবারী চক্রের কিংবা মালদ্বীপে ইয়াবা পাচারকারী সিন্ডিকেটের সদস্য শোভারামপুর গ্রামের মো: সাহেদ আলীর ছেলে মালদ্বীপ প্রবাসী মো: সোহেল (২৭) অন্য জন একই এলাকার আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন(৩৮) ওই চক্রের সদস্য মাদক ব্যবসায়ী।
পুলিশ ২টি মোড়ানো পলিথিন থেকে ৫১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।পুলিশ আরো জানায় মালদ্বীপ প্রবাসী সোহেল দীর্ঘদিন ধরে বাংলাদেশে ১মাস কিংবা ২মাস পর পর আসা যাওয়ার মধ্যে রয়েছে। অপরদিকে ইসমাইল হোসেন ও সোহেলের মধ্যে চলাচলটি স্থানীয় লোকজন ও পুলিশের মাঝে সন্দেহের সৃষ্টি করে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক বিরোধী আইনে মালদ্বীপ প্রবাসী সোহেল ও ইসমাইলকে আসামী করে বুড়িচং থানায় মামলা দায়ের করে। সৌরভ মাহমুদ হারুন
Leave a Reply