(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বুড়িচং উপজেলা, আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, নিমসার তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আবদুল ওহাব মাষ্টার সোমবার রাত সাড়ে ১২টায় ভারতের বেঙ্গালুরের একটি প্রাইভেট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০বছর। তিনি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার গ্রামের মৃত মোঃ আবদুল আজিজ এর পুত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে নাতী-নাতনী আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গুনি এ মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করে কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ীক ও সামাজিক সংগঠন ও বিশেষ ব্যক্তিবর্গ। এছাড়াও শুক্রবার বিকেলে তার নিমসার কলেজ মাঠে জানাজায় অংশ গ্রহন করেন বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ।
এসময় মরহুমের জীবনী ও বনার্ঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন সাবেক আইন মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. আবদুল মতিন খসরু (এমপি)। দৈনিক সমকালের বার্তা সম্পাদক মশিউর রহমান টিপু। সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুছ। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা বারের সভাপতি বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মোঃ আবুল হাসেম খাঁন। বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। উপজেলা র্নিবাহী কর্মকতা ইমরুল হাসান, উপজেলা আ’লীগের সিনিয়র নেতা সাবেক সহ-সভাপতি আখলাক হায়দার চেয়ারম্যান, কুমিল্লা বারের সাবেক সেক্রেটারী অ্যাড. মাহাবুবুর রহামান, অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মোঃ রেজাউল করিম, ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া পেশা জীবি কল্যান সমিতির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান।
সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আলা-আমিন ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি, ডি এল এম প্রুপের চেয়ারম্যান এম এ মতিন এম বি এ, সাবেক
চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের, মোঃ জাকির হোসেন জাহের চেয়ারম্যান। মোঃ রেজাউল করিম, মোকাম ইউনিয়ন আ’লীগের আহব্বয়ক ফজলুল হক মুন্সী চেয়ারম্যান, ওসি অলি উল্লাহ। বিশিষ্ট সমাজ সেবক রফিকুলইসলাম।
নিমসার কলেজের অধ্যক্ষ মোঃ মামুন মিয়া মজুমদার, হাজী হুমায়ূন কবির মেম্বার। এছাড়া মরহুমের জানাজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক
সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতা ও শিক্ষককে ফুলের তোড়া দিয়ে শেষবারের মত শ্রদ্ধা জানান। জানাজা ও মোনাজাত শেষে মরহুমের লাশ পারিবারিক কবস্থানে দাফন করা হয়।
Leave a Reply