( জাগো কুমিল্লা.কম)
রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি বলেছেন, বর্তমান সময়ের উন্নয়ন কোমল মতি শিক্ষার্থী থেকে শুরু করে সকলের নিকট তুলে ধরতে হবে। এতেকরে দেশের উন্নয়নে সর্বস্তরের মানুষ সমান তালে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। একসময় যুদ্ধাপরাধী রাজাকারের দোসর জামাত শিবিরের ক্যাডাররা কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল ব্যাখা দিয়ে ভুল পথে পরিচালিত করতো। এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে কোরআন হাদিসের দোহাই দিয়ে শিক্ষার্থীদের সন্ত্রাসী বানাতো, জঙ্গী বানাতো।
শনিবার বিকেলে চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের চিওড়া সরকারী কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি এসব কথা বলেন।
চিওড়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিমেরসভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দসু সোবহান ভূঁঞা হাসান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, পৌর মেয়র মিজানুর রহমান প্রমুখ।
রেলপথ মন্ত্রী এর আগে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৪৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন এবং চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাইস্কুলকে সরকারীকরন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালীতে অংশ গ্রহণ করেন।
Leave a Reply