খেলা ডেস্ক:
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে, লাসিথ মালিঙ্গার বোলিং ঝড়েও প্রথমে ব্যাট করে শ্রীলংকাকে ২৬২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নান্দনিক ব্যাটিংশৈলীতে ১৪৪ রানের অপরাজিত সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ১১ চার ও চারটি বিশাল ছক্কায় করেন ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম শতক। তার সেঞ্চুরি ও মিথুন আলির ৬৩ রানের ইনিংস ছাড়া সুবিধা করতে পারেননি আর কেউ। তবে শেষদিকে চোট সত্ত্বেও মাঠে ব্যাটিংয়ে নেমে ব্যতিক্রমী এক ইতিহাস গড়েছেন তামিম ইকবাল। এক হাতে তার ব্যাট করার দৃষ্টান্ত স্মরণীয় হয়ে থাকবে এদেশের ক্রিকেট ইতিহাসে।
২৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই তাণ্ডব চালানোর চেষ্টা করেন থারাঙ্গা। তবে তাতে বাধ সাধেন মুস্তাফিজ। কুশাল মেন্ডিসকে রানের খাতা খোলার আগেই প্যাভিলীয়নের পথ দেখান তিনি। এরপর উড়তে থাকা থারাঙ্গাকে বোল্ড করে ম্যাচের নিয়ন্ত্রন বাংলাদেশের পক্ষে আনেন মাশরাফি। ধনঞ্জয় ডি সিলভাকেও থারাঙ্গার পথ দেখান ওয়ানডে কাপ্তান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩২ রান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড: বাংলাদেশ: ২৬১ (৪৯.৩ ওভার)
মুশফিক ১৪৪, মিথুন ৬৩, মিথুন ১৫, মাশরাফি ১১
মালিঙ্গা ৪/২৩।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম , মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: উপুল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), থিসারা পেরেরা, দাসুন শানাকা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, অমিলা অপন্সো, দিলরুয়ান পেরেরা
Leave a Reply