খেলা ডেস্ক:
শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত খেলতে নেমেছিলেন। কিন্তু আবার চোট পেলেন তামিম ইকবাল। আঙুলে চোট পাওয়ায় এক্স-রের জন্য হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানকে। ফলে বাংলাদেশ শিবিরে তাকে ঘিরে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। ব্যাট করার সম্ভাবনা নেই তা বলাই যায়।
দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই চোট পান তামিম। শ্রীলঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে চেয়েছিলেন। কিন্তু বল লাগে তামিমের তার গ্লাভসে। পরে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
মাঠ থেকে ড্রেসিংরুম, এরপর তামিমকে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। টিভি ধারাভাষ্যে কুমার সাঙ্কাকারা বিষয়টি নিশ্চিত করেন। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর ওপেনার তামিমের আঙুলের অবস্থা সম্পর্কে শেষ পরিস্থিতি জানা যাবে।সূত্র: বিডি লাইভ24
Leave a Reply