( জাগো কুমিল্লা.কম)
এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পিচ স্পিন সহায়ক হওয়ায় পরে বোলিংয়ে সুবিধা পাবে টাইগাররা। এদিকে লঙ্কান একাদশে সান্দকান ও দিনেশ চান্ডিমালের অনুপস্থিতি বাড়তি প্রেরণা যোগাচ্ছে টাইগারদের । এছাড়া ধানুশ গুনতিলাকাও চোট পাওয়ায় ছিটকে পড়েছেন একাদশ থেকে।
সবমিলিয়ে মনস্তাত্ত্বিক লড়াইয়ে কিছুটা স্বস্তিদায়ক জায়গায় থাকবে মাশরাফিবাহিনী। এর আগে বাংলাদেশ সফরে দাপট দেখিয়েছিল শ্রীলংকা। ঘরের মাঠে বাংলাদেশকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে হাথুরুসিংহের অধীনে দারুন কিছুর ইঙ্গিত দিয়েছিল লঙ্কানরা। তবে নিদাহাস ট্রফিতে পরপর দুই ম্যাচ টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশও দিয়ে রাখে উপযুক্ত জবাব। এরপর ক্যারিবিয় সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে সুসংহত করে নিজেদের অবস্থান। সবমিলিয়ে এশিয়া কাপে দারুন শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান
Leave a Reply